নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলার আলোচিত সামাজিক সংঘটন সুতাং জাগরণী সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ বকুল রহমান।
সুতাং জাগরণী সংসদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এলিন প্রবাস গমন করায় তার স্থলাভিষিক্ত হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন সৈয়দ বকুল রহমান, এর আগে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় ইসমাইল হোসেন এলিনের বিদায় উপলক্ষে সুতাং জাগরণী সংসদের এক আলোচনা সভার আয়োজন করা হয়, উক্ত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়, এবং সুতাং জাগরণী সংসদের সদস্য খাদেম মোঃ সাজু শাহের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে সাধারণ সদস্যপদে পুনরায় বহাল করা হয়।