লাখাই প্রতিনিধি :
আসন্ন লাখাই উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার(২৬ মে) সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানকালে আচরণবিধি লংঘনের অপরাধে উপজেলার কালাউক বাজার,বামৈ বাজার ও বুল্লা বাজার এলাকায় ০৮ জনকে ৮টি মামলায় ৩ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে লাখাই থানা পুলিশ সার্বিক সহযোগিতায় ছিলেন।সকলকে আচরণবিধি মেনে চলার আহবান জানানো হয়।