নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে চুরি হওয়ায় ৩টি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ চোরকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে সিএনজিগুলো জব্দ কর হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার আক্তার হোসেন এর নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবপুর থানা পুলিশ এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চোরাইকৃত সিএনজি মজুদ করে রেখেছে সংবাদ পেয়ে হয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ সময় আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করে। তবে পুলিশ ধাওয়া করে ৩ জন আসামীকে আটক করে।
পরে তাদের দেওয়া তথ্যমতে ৩টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।