মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোঃ মনজিল হোসেন (৪৫)নামে এক ব্যাক্তি সর্বস্ব খুঁইয়েছেন।
এ ঘটনাটি ঘটেছে বুধবার ২২ মে ভোর ৫টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়,তিনি গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে চুনারুঘাটের মুড়ারবন্দ সৈয়দ নাসির উদ্দিন সিপাহ শালার মাজার জিয়ারত করেন।
জিয়ারত শেষে টমটম যোগে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।এসময় অজ্ঞান পার্টির লোকেরা তাকে কিছু একটা শুকিয়ে দিয়ে তার সাথে থাকা টাকা পয়সা ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে টমটম চালক তাকে অচেতন অবস্থায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ নামিয়ে দেয়। এ অবস্থায় তাকে স্থানীয় শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারের কোষাধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ আলী সরকার ও সাংগঠনিক সম্পাদক কাজী আবুসাঈদ ফরহাদ তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
সেখানে চিকিৎসা শেষে তার অবস্থার উন্নতি হলে তাকে তার নিজ বাড়ি যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ শ্যামলী বাসে উঠিয়ে দেয়া হয়। মোঃ মঞ্জিল হোসেন মুন্সীগঞ্জ জেলা ও উপজেলার চরকিশোরগঞ্জ উল্লাপাড়া গ্রামের নাজিম উদ্দিন দেওয়ানের পুত্র।