এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এক ব্যক্তি কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ মে)রাত আনুমানিক ১০টায় উপজেলার মিরাশী ইউনিয়নের আলোনিয়া লাতুরগাঁও রাস্তার তেমুনিয়ার লাতুরগাও নামক স্থানের গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তি মিরাশি ইউনিয়নের লাতুরগাও গ্রামের আব্দুল মতলিব সর্দারের ২য় ছেলে গিয়াস উদ্দিন ওরপে আব্দুল হাসিম (৬০)।তিনি প্রতিদিনের ন্যায় স্থানীয় নালমুখ বাজার থেকে বাড়ী ফিরছিলেন।পথিমধ্যে নিজ বসত বাড়ী থেকে অনুমান দুই’শ গজ দক্ষিণে আলোনিয়া রাস্তা থেকে লাতুরগাও রাস্তার তেমুনিয়ায় আসা মাত্রই কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে ফেলে যায় বলে স্থানীয় বাসিন্দাগণ জানান।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি হত্যার সত্যতা নিশ্চিত করেন।এবং পুলিশের তল্লাশি চলছে বলে জানান।