স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌরসভার দাউদনগর বাজারস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচন এ উপজেলায় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে এই সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
পিএফজি”র সিলেট বিভাগীয় সমন্বয়ক আকলিমা চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলার সমন্বয়ক মোঃ আব্দুর রকিব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমছে। ভোট একজন নাগরিকদের সাংবিধানিক অধিকার, নির্বাচন কেন্দ্রিক সহিংসতাজনিত ভীতি মানুষকে নির্বাচন বিমুখ করছে। তিনি প্রশাসনের কাছে প্রভাবমুক্ত, শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামিলীগের এম্বাসেডর গাজিউর রহমান ইমরান, জাতীয় পার্টির এম্বাসেডর মোঃ আব্দুস ছালাম, সুশীল সমাজের এম্বাসেডর অসীত রঞ্জন দাস মন্টু, দৈনিক ইত্তেফাকের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি আব্দুল হক রেনু, যুগান্তরের প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক জনকণ্ঠ এর জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ ডটকমের সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, ভোরের ডাকের প্রতিনিধি মুহিন শিপন, হবিগঞ্জের মুখের প্রতিনিধি মোহাম্মদ আলী সরকার প্রমুখ।