আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে যুবক যুবতিকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানাযায়, মঙ্গঁলবার (১৪ জুলাই) দুপুর ১২ টায় আজমিরীগঞ্জ লঞ্চ ঘাট এলাকায় একটি ইঞ্জিত চালিত নৌকায় জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের কালাই উল্লার পুত্র মহিবুর (৩০) এর সাথে ইটনা উপজেলার ধনপুর গ্রামের কাদের হোসেনের স্ত্রি গার্মেণ্স শ্রমিক আসমা (২৫) অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্হায় আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ুন কবির ও মফিজুর রহমানে নেতৃত্বে একদল পুলিশ তাদের কে অটক করে ।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেঢ মোহাম্মদ সাজেদুল ইসলামের কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমান আদালত পরিছালনা করেন আথালত উভয়কে ৫ শত টাকা করে ১ হাজার জরিমানা ও ভবিষতে এমন কাজ করবেনা মর্মে মুছলেখা দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন তারা।