বাহুবল প্রতিনিধি:
বহু প্রতিক্ষিত ষষ্ট ধাপের দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২১ মে মঙ্গলবার।
হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে আজ। এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন পিপিএম সেবা।
তিনি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ (২য় ধাপ) উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোন ধরনের অবহেলা করা চলবে না। তিনি স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারের স্বদিচ্ছার কথা স্মরণ করিয়ে বলেন, পুলিশের কোন সদস্য পক্ষপাতিত্ব করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পুলিশের। যদি কোন অপশক্তি কেন্দ্র দখল বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে তাহলে তাদের পরিণতি হবে গ্রেফতার না হয় হাসপাতাল।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।