আজমিরীগঞ্জ প্রতিনিধি:
আজমিরীগঞ্জ উপজেলায় ভোলেট নামক বিষাক্ত টেবলেট খেয়ে আত্মহত্যা ঘটনা ঘটে।এই ঘটনাটি ঘটে ১৯ মে রোজ রবিবার প্রায় দুপুর ১ঘটিকার সময় আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের পূ্র্বহাটি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার নোয়াগড় গ্রামের পূর্বহাটির জামির হোসেনের স্ত্রী রুসেনা বেগম (৩৫) সবার অজান্তে ভোলেট নামক বিষাক্ত টেবলেট খেয়ে চটপট করতে থাকে। হঠাৎ পরিবারের লোকজন দেখতে পেয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় সেখানে কর্তব্যরত ডাক্তার হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন, সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এই নিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহম্মদ এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান মহিলাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে, হবিগঞ্জ সদর থানার পুলিশ আমাদের অবগত করেছে, সেখান থেকে তারা সুরতহাল করবে।