শায়েস্তাগঞ্জে অজ্ঞাতনামা ট্রাকের নীচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি সড়ক মোড়ে অজ্ঞাতনামা ট্রাকের নীচে চাপা পড়ে মেহেদী হাসান রনি (২৮)নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।সে গাজীপুর জেলা ও উপজেলার টঙ্গী গ্রামের আব্দুল মালেকের পুত্র।
এ দূর্ঘটনাটি ঘটেছে ১৯মে রবিবার ভোর সাড়ে ৫ টায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় মোটর সাইকেল নিয়ে মেহেদী হাসান রনি সড়ক দিয়ে যাবার সময় সাইকেল থেকে পড়ে গেলে বিপরীত মুখি অজ্ঞাতনামা একটি ট্রাকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি বদরুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।