জামাল হোসেন লিটন, চুনারুঘাট:
হবিগঞ্জের চুনারুঘাটে কাপুড়িয়া এলাকায় মামলা তদন্তে গিয়ে আসামী পক্ষের হামলায় ৪ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: উবাহাটা ইউনিয়নের কাপুড়িয়া এলাকার ময়না মিয়ার ছেলে সুহাগ মিয়া (১৮), আব্দুল হাসিম ওরফে আবু মিয়ার ছেলে ময়না মিয়া (৫৫), চনু মিয়া (৪৫) ও নানু মিয়া (২৩)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৭ মে) বিকেলে আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে একটি সিআর মামলায় ছালেমার বাড়িতে তদন্তে গেলে এ হামলা হয়।
চুনারুঘাট থানা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানাগেছে, একই এলাকার ছালেমা খাতুন নামে এক নারী তার জমিসংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি অভিযুক্ত চারজ সহ ৫জনের বিরুদ্ধে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন। মামলাটি বিচারক আমলে নিয়ে চুনারুঘাট থানাকে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। কোর্টের আদেশ প্রাপ্তি সাপেক্ষে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় মামলাটির তদন্তের দায়িত্বদেন এসআই মুশাহিদুল ইসলামকে ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোশাহিদুল ইসলাম পুলিশের কয়েকজন সদস্য সহ মামলার বাদিনি ছালিমার মামলা তদন্তে গেলে পুলিশের সঙ্গে অভিযুক্ত সোহাগ মিয়ার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে পুলিশের উপর হামলা করে। পরে সোহাগের বাপ চাচা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে পুলিশকে আটক করে রাখে।
পরে খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং আহত চার পুলিশকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন, থানার উপ পরিদর্শক এসআই মোশাহিদুল ইসলাম(৩০) কনস্টেবল নাজমুল(২৭), ওয়াকিল(২৫), রুবেল মিয়া (৩১)। কাপুড়িয়া এলাকার মুরুব্বী সুনা মিয়া জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও পুলিশের উপর এমন হামলা খুবই দুঃখজনক।
এ ঘটনা সম্বন্ধে জানতে চাইলে এসআই মোশাহিদুল ইসলাম বলেন, ছালেমার গাছপালা কর্তন করে জমি ভোগদখল করতে চায় সোহাগ সহ ৪ দাঙ্গাবাজ। এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন ছালেমা। ওই ঘটনার তদন্তে গেলে সোহাগ মিয়ার নেতৃত্বে আমি সহ আমার ৩ পুলিশ সদস্যের উপর হামলা করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক চারজনের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।