লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এ সোমবার (১৩ মে) প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ ১৫ প্রার্থী জোরেশোরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এ অবস্থায় প্রচার প্রচারনা কালে আচরণ বিধি নিশ্চিত করতে বুধবার (১৫ মে) উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়।
অভিযান কালে উপস্থিত ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আবুল খায়ের।
অভিযান কালে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সকল জনসাধারণের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।