রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

শায়েস্তাগঞ্জে এসএসসিতে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের শতভাগ সাফল্য

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বুধবার, ১৫ মে, ২০২৪

কামরুজ্জামান আল রিয়াদ :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় এবারও শতভাগ পাসের রেকর্ড গড়েছে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল।

প্রাণ-আরএফএল পাবলিক স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ।

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬৪ জনের মধ্যে ১২১ জন পাস, জিপিএ-৫ ১টি, পাসের হার ৭৩ দশমিক ৭৮ শতাংশ।

নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৭২ জনের মধ্যে ৪৮ জন পাস, পাসের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।
কেউ জিপিএ -৫ পায়নি।

মোজাহের উচ্চ বিদ্যালয় থেকে ১৪৪ জনের মধ্যে ৮৯ জন পাস, পাসের হার ৬১ দশমিক ৮১ শতাংশ। কেউ জিপিএ -৫ পায়নি।

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৩৬ জনের মধ্যে ১০৫ জন পাস, জিপিএ-৫ একটি, পাসের হার ৭৭ দশমিক ২০ শতাংশ।

ইসলামী একাডেমি এন্ড হাইস্কুল থেকে ১৯৫ জনের মধ্যে ১৮১ জন পাস, জিপিএ-৫ ৬২টি, পাসের হার ৯২ দশমিক ৮২ শতাংশ।

এছাড়াও শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা থেকে ৯৫ জনের মধ্যে ৮৪ জন পাস। এর মধ্যে জিপিএ -৫ ৩টি। পাসের হার ৮৮ দশমিক ৪২ শতাংশ।

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মুবিনুল হক চৌধুরী বলেন, আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবাই পাশ করেছে। পাশাপাশি সতেরজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও আমাদের দুইজন শিক্ষার্থী মোট নাম্বারের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মধ্যে জেরিন তাসনিম উপমা ১২৪৪ পেয়ে ১ম ও নমঃশ্রী দেব ১২৩৬ নাম্বার পেয়ে ২য় হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার বলেন, এবার উপজেলার ছয়টি স্কুল থেকে ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৮৩ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। পাসের হার ৭৭ দশমিক ৭৩। উপজেলার মধ্যে একমাত্র প্রাণ-আরএফএল পাবলিক স্কুলেই শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এছাড়াও প্রাণ আরএফএল স্কুলের দুইজন শিক্ষার্থী মোট নাম্বারের ভিত্তিতে মেধা তালিকায় হবিগঞ্জ জেলার মধ্যে ১ম ও ২য় হয়েছে। যা আমাদের জন্য অত্যান্ত গৌরবের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!