স্টাফ রিপোর্টার :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার।
মন্ত্রী রবিবার দুপুরে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর বাসভবনে আসেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
সেখানে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।