শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

জামাল হোসেন লিটন, চুনারুঘাট :

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে ৫ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি ও ৬নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, ব্যাংকার ও সমাজ সেবক রায়হান উদ্দিন এবং বিশিষ্ট শিল্পপতি হাবিবুর রহমান জুয়েল।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক ও আদমপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার, মোঃ মুখলিছুর রহমান, মোঃ আজিজুল হক তালুকদার রুমন, মোঃ শাহজাহান মিয়া ও চা শ্রমিক নেতা উজ্জল কুমার দাস।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আবিদা খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মানবাধিকার কর্মী ও সাংবাদিক পারুল আক্তার, চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার ও মোছাঃ ইয়াছমিন আক্তার মুক্তা।

উল্লেখ্য যে, ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!