মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে হানিফ পরিবহনের বাসে ঢিল মারায় মোঃ সজিব মিয়া (২৫ )নামে ১সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে চিকিৎসক তাজুল ইসলামের চেম্বারে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এসময় অপর আরো২/৩ জন যাত্রী আহত হয়।
এ ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেইট এলাকায়।
গুরুতর আহত সজীব মিয়া জানান, তিনি ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে হানিফ পরিবহন বাস( নং ঢাকা মেট্রো ব ১৫-২৯৬৮ )ঢাকা থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। বাসটি অলিপুর রেলগেইট নামক স্থানে পৌঁছা মাত্র কে বা কারা বাসে ঢিল মারে।এতে বাসের গ্লাস ভেঙ্গে তার মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন। আহত সজিব মিয়া চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র।
গুরুতর আহত সেনা সদস্য সজীব মিয়া এ প্রতিনিধিকে জানান, ঢাকা থেকে শায়েস্তাগঞ্জে আসার পথে অলিপুর রেলগেইট এলাকায় এর পূর্বে এরকম আরো কয়েকটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয় লোক জন তাকে জানান।