ডেস্ক: বাংলাদেশের অন্যতম সেরা পেসার তাসকিন ও অভিনেত্রী মিস্টি জান্নাতের নতুন প্রেমের খবরটা গতকালেই প্রকাশ পেয়েছে। অবশ্য ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রী কিংবা চলচ্চিত্রের নায়িকাদের প্রেমের গল্প এটিই নতুন নয়। তবুও ভক্তরা তাদের এই ভালোবাসাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
মিস্টি তার নতুন প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের উপর কিছুটা বিরক্ত হয়েছেন। তাই তিনি আজ তার ফেসবুক পেজে তাসকিনের সাথে তার প্রেমের বিষয়টি নিয়ে কমেন্টস করতে ভক্তদের সাবধান করেছেন। মিস্টি লিখেছেন, প্লীজ, আমার কারো প্রতি কোন ইন্টারেস্ট নেই। তাই কমেন্টস করার আগে কার সম্পর্কে আপনি কমেন্টস করছেন সেটা হাজার বার ভেবে দেখবেন।
ভক্তদের উদ্দেশ্যে মিস্টি আরো লিখেছেন, তাসকিনের উপর আমার চেয়েও দেখছি আপনাদের ইন্টারেস্ট বেশি। তাই প্লীজ একটা ভাল রিলেশনকে খারাপ করবেন না। তাছাড়া কারো সাথে কিছু করে সেলিব্রেটি হওয়া যায় না, এটা মনে রাখবেন। তাই নিজে মাথা ঠান্ডা রাখুন, আমাকেও ঠান্ডা থাকতে দিন। এর বেশি কিছু নয়… সুত্র ঃ বিডিলাইভ২৪