এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা সাধারণ ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (০৮ মে ২০২৪) সকাল ১০ টায় সাতছড়ি স্টুডেন্ট ডরমেটরিতে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মোঃ শফিকুল ইসলাম আবুল সভাপতি, সংযুক্তা দেব বর্মা ও মোঃ শফিক মিয়াকে সহ-সভাপতি নির্বাচিত হন।
উপস্থিত কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে আব্দুল আহাদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এ সময় দু-বছর মেয়াদে সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থপনা কমিটি গঠন করা হয়।
সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির সভাপতি ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে কমিটি পুর্নগঠন সভা অনুিষ্ঠত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
বক্তব্য রাখেন, ড. মোঃ জাহাঙ্গীর আলম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লুর রায়, সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুন নাহার চৌধুরী, ইউনিয়ন পরির্ষদের চেয়ারম্যান মুহিতুর রহমান রোমন ফরাজি। স্বাগত বক্তব্য রাখেন, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লা আল আমিন।