বাহার উদ্দিন:
ষষ্ঠতম উপজেলা পরিষদ’র সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে মনোনয়ন পত্র দাখিল করা ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষিত।
রবিবার(৫ মে)১৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করা মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২৪ এর রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব।
রবিবার (৫ মে) হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব এর কার্যালয়ে দাখিল করা সকল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয় এবং পর্যালোচনা শেষে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষিত হয়।এ সময় প্রার্থীগন উপস্থিত ছিলেন বলে জানা যায়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন টানা ২ বারের বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, মাহফুজুল আলম মাহফুজ, আমিরুল ইসলাম আলম ও ইকরামুল মজিদ চৌধুরী শাকিল।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন হাজী নোমান মোল্লা, আব্দুল মতিন, রাসেল আহমেদ, কাউছার আহমেদ, আরিফ আল হাসান, রাজিব কান্তি রায় ও মানিক মোহন দাস।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মোছাঃ নাঈমা আক্তার সুমী, তানজিনা রহমান প্রিয়া ও তানিয়া আক্তার।