বাহার উদ্দিন, লাখাই :
ষষ্ঠতম উপজেলা পরিষদ’র সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (২ মে) ১৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
হবিগঞ্জের লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,আগামী ২৯ মে/২০২৪ ইং অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ’র সাধারণ নির্বাচন উপলক্ষে লাখাই উপজেলার ১৫ জন প্রার্থী অনলাইন মাধ্যমে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তন্মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন টানা ২ বারের বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, মাহফুজুল আলম মাহফুজ, আমিরুল ইসলাম আলম ও ইকরামুল মজিদ চৌধুরী শাকিল।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন হাজী নোমান মোল্লা, আব্দুল মতিন, রাসেল আহমেদ, কাউছার আহমেদ, আরিফ আল হাসান, রাজিব কান্তি রায় ও মানিক মোহন দাস।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মোছাঃ নাঈমা আক্তার সুমী, তানজিনা রহমান প্রিয়া ও তানিয়া আক্তার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সাথে আলাপকালে জানান, বৃহস্পতিবার ২ মে বিকেল ৪ টা পর্যন্ত ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যাদের অনলাইন মাধ্যমে আবেদন পত্র গ্রহণ করা হয়েছে। আগামী ৫ মে যাচাই বাছাইয়ের পর জানা যাবে কতজনের আবেদন বৈধ আছে।