মোতাব্বির হোসেন কাজল :
মে দিবসে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে তাফরিদ কটন মিলস লিমিটেডে শ্রমিকদের ছুটি ছিল না। শ্রমিকরা জীবিকার তাগিদে কারখানায় কাজে যোগদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শ্রমিক জানান, কাজে যোগদান না করলে চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাধ্য হয়ে সকালে কাজে যোগদান করেছি। এখানে আজ কি দিবস এসব জানার চেষ্টা করিনি। আর জেনেও লাভ নেই।
সরেজমিন গেলে দেখা যায়, শ্রমিকরা কাজে যোগদান করেছেন। এ সময় ভিডিও ও ছবি তোলার চেষ্টা করা হলে তাফরিদ কটন মিলসের পক্ষ থেকে দায়িত্বরতরা বাধা দেন।
তাফরিদ কটন মিলস লিমিটেডের এডমিন মোঃ জাহিদুল ইসলাম বলেন, ঈদের সময় তিনদিন ছুটি থাকে। তাই মে দিবসের ছুটি ঈদের ছুটির সাথে যুক্ত করে চার দিন করা হবে। এতে শ্রমিকরা খুশি।