মোঃআশিকুর রহমান,আজমিরীগঞ্জ:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার চরবাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতাল এর লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে নিউ মেডিল্যাব হাসপাতাল সীলগালা করা হয়।
৩০ শে এপ্রিল রোজ মঙ্গলবার হবিগঞ্জ সিভিল সার্জন ডা: মোহাম্মদ নূরুল হক এর নির্দেশনায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইকবাল হোসেন তত্ত্বাবধানে পরিচালিত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে আজমিরীগঞ্জ নিউ মেডিল্যাব হাসপাতাল সীলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আবাসিক মেডিকেল অফিসার ডা:মো: সোহরাব হোসেন, সাথে ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মো: আমজাদ হোসেন সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ।
গত ২৯ এপ্রিল রোজ সোমবার সিজার করতে আসা নাদিরা আক্তার (২০) নামে এক প্রসূতির জরায়ু কেটে দিয়েছে কর্তব্যরত চিকিৎসক। গতকাল সোমবার দুপুর অনুমানিক ২ টায় এ ঘটনা ঘটে। সে বদলপুরের পিরোজপুর গ্রামের বাসিন্দা মোঃ লালমিয়ার স্ত্রী। রাত ১১ টায় উত্তেজিত জনতা হাসপাতাল ঘিরে রাখে ও উত্তেজিত হয়ে উঠে। একই সময় থানার এসআই ফারুক আহমেদ ও এএসআই মিটুন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা কর্মচারি কাউকে পাওয়া যায়নি।
এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইকবাল হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান নিউ মেডিল্যাব হাসপাতাল এর লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
তাছাড়া গত সোমবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সব মিলিয়েই, হবিগঞ্জ সিভিল সার্জন ডা: মোহাম্মদ নূরুল হক এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়, এবং নিউ মেডিল্যাব হাসপাতাল সীলগালা করা হয়।