দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বজ্রবৃষ্টি ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের জারিকৃত বার্তায় এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
একইসাথে সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে আরো তিন দিনের তাপপ্রবাহের সতর্কতা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।