বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী প্রজেক্ট( ফ্রীপ) এর আওতায় কৃষক / কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় উপজেলার ইউনিয়নে এরই মধ্যে ৫৪ টি কৃষক গ্রুপ গঠন করা হয়েছে এবং কৃষক গ্রুপের সদস্যদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ এপ্রিল) উপজেলার বামৈ ইউনিয়ন এর ৬০ জন কৃষক / কৃষাণী প্রশিক্ষণে অংশ নেয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক নূরে আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক বনি আমিন খাঁন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।