এস এইচ টিটু,সৌদিআরব থেকে: সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের মূল হোতা কামরুল ইসলামকে সৌদি আরবে আটক করে পুলিশে দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে জেদ্দার জামেয়া এলাকা থেকে তাকে আটক করেন প্রবাসীরা।
বর্তমানে সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীরা তাকে আটক করেন।
বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল (জেদ্দা) মোকাম্মেল হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে সোমবার রিয়াদে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের প্রতিবাদ সভা করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সিলেট নগরীর কুমারগাঁওয়ে রাজনকে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। তার লাশ গুম করার চেষ্টাকালে জনতার সহায়তায় পুলিশের হাতে আটক হয় মুহিদ আলম। এ ঘটনায় জড়িত সন্দেহে ইসমাইল হোসেন আবলুছ নামে আরেকজনকেও আটক করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় আটক মুহিদ আলম (২২) ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে।
নিহত সামিউল আলম রাজনের বাড়ি সিলেট নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামে। সামিউলের বাবা শেখ আজিজুর রহমান পেশায় একজন প্রাইভেটকারচালক। তার দুই ছেলের মধ্যে সামিউল বড়।