নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার হৈবতপুর গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গত ১১ জুলাই বিকালে প্রতিপক্ষের লোকজন রফিক মিয়ার বাড়িতে হামলা করে বাড়িঘর ও আসভাবপত্র ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতিসাধিত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামেরমৃত সুন্দর মিয়ার ছেলে রফিক মিয়ার ইরি ধান একই গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে রশীদ মিয়ার গরু খায়। এতে রফিকের ছেলে রুমান মিয়া বাধাঁ দিলে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। গরু ধান খাওয়ার ঘটনায় বাধাঁ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ আব্দুর রশীদ, আব্দুল খালিক, আব্দুল মুহিত, জাকির মিয়া ও আমির হোসেনের নেতৃত্বে ২০/২৫ জনের একদল লোক রফিক মিয়ার বাড়িতে হামলা করে। এ সময় পুরুষ লোকজন বাড়িতে না থাকায় ঘরে থাকা মহিলারা ভয়ে দিকবেদিক ছুটাছুটি করে অন্য বাড়িতে গিয়ে আত্ম রক্ষা করেছে বলে অভিযোগে প্রকাশ। এ সময় হামলা কারীরা বাড়ির আসভাবপত্র ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধিত করেছে। এ ব্যাপারে রফিক মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি দরকায়স্থ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রতিপক্ষের আব্দুর রশীদসহ লোকজন হামলার ঘটনা অস্বীকার করেছেন। তাদের দাবী ঘটনাটি সম্পুর্ণ সাজানোঁ।