স্টাফ রিপোর্টার :
আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুস সহিদ ও তার স্ত্রী আকলিমাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার রাতে সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ডাকাত সহিদের বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় ডজন খানেক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
২০১৯ সালে শায়েস্তাগঞ্জ থানা থেকে ডাকাত সহিদ বাথরুমে যাবার কথা বলে পালিয়ে গিয়েছিলো। এ ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকালই তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।