অনলাইন ডেস্ক :
সিলেটের নগরের দক্ষিণ সুরমায় প্রচন্ড গরমে হিটস্ট্রোকে এক রিকশাচালকোর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিকশাচালকের নাম,তাঁর নাম আবু হানিফ মিয়া (৩৪)। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শিবপুরের করম আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।
তিনি বলেন, ‘আজ সকাল ১১টার দিকে এক অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরে তার পরিচয় পাওয়া যায়।