প্রেস বিজ্ঞপ্তি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল কাদির আসাদকে নূরপুর ৪ গ্রামের ঐক্য জোটের বিশিষ্ট্য মুরুব্বিয়ান ও গ্রামবাসী সমর্থন জানান।
২০ এপ্রিল শনিবার রাতে উপজেলার নূরপুর হাইস্কুল মাঠে আরিফ হোসেন খোকন এর পরিচালনায় ও নূরপুর ৪ গ্রামের ঐক্য জোটের সভাপতি ও নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এর সভাপতিত্বে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল কাদির আসাদকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ৪ গ্রামের (পাঁচ মহল্লার) মুরব্বিয়ান সহ সকলে।
এসময় নূরপুর, চন্ডিপুর,বারলারিয়া,নছরতপুর, নোয়াহাটিসহ ৪ গ্রামের (পাঁচ মহল্লার) সকল মুরব্বিয়ান ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।