শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী-২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে প্রদর্শনী পালিত হয়।
উদ্বোধনের পর দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃত্তিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা. আঃ ছামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বুরহান উদ্দিন, সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন ও ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদের উপসহকারি কর্মকর্তা মখলিছুর রহমান।
উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ আলী শাহেদ, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও অফিস সহকারি দ্বীপক দেবসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খামারীগণ। পরে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।