হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮মে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে চষে বেড়াচ্ছেন। দুই উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন। এরমধ্যে বানিয়াচং উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন।
অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন।
বুধবার (১৭ এপ্রিল) প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষে আজমিরীগঞ্জ উপজেলার দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা নির্বাচন কর্মকর্তা।
হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় চেয়ারম্যান প্রার্থী আলী আমজাদ তালুকদার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মিনু মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। বুধবার রাত ১০টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তারা আগামী ৩দিনের মধ্যে আপিল করতে পারবেন। ১৫ এপ্রিল (সোমবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে এসকল প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিকে বানিয়াচং উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, ইকবাল হুসেন খান।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক এসএম সুরুজ আলী, ফারুক আমীন, প্রিয়তোষ রঞ্জন দেব, কৃঞ্চ দেব, আশরাফ হুসেন খান সুমন, আসিক মিয়া, তাফাজ্জুল হক, সৈয়দ নাছিরুল ইসলাম, তাছলিম আলম মাহাদী মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি, মুক্তা রানী দাস রিয়া ও শিউলী রানী দাস। তবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার মনোনয়ন দাখিল করেননি বলে জানা গেছে।
আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মর্তুজা হাসান, মোঃ আলা উদ্দিন মিয়া, আলী আমজাদ তালুকদার, আকবর হোসেন,ডাঃ মোঃ লোকমান মিয়া, রেজাউল করিম।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হীরেন্দ্র পুরকাস্থ, শাজাহান মিয়া, জাহিদ হাসান জীবন, মিলোয়ার হোসেন, মোঃ আব্দুল হাই, মিনু মিয়া, কালীপদ পাল, আব্দুল জলিল, ও হারুনুর রশিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সীমা রাণী সরকার, রোকসানা আক্তার শিখা ও মাহমুদা আক্তার রেফা।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, দুইজন প্রার্থী তাদের হলফ নামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাদের আপিলের সুযোগ রয়েছে। তাছাড়া অবাধ ও সুষ্ট নির্বাচনের জন্য আমাদের সব ধরণের প্রস্তুতি আছে।