এস এইচ টিটু :
শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে।গণসংযোগসহ চলছে বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা। তবে এসব প্রচারে এগিয়ে রয়েছেন বর্তমান উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।
বিজয় নিশ্চিত করতে ইতিমধ্যে সক্রিয়ভাবে মাঠে আছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
অন্যদিকে, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা মো.আতাউর রহমান মাসুক ও চালিয়ে যাচ্ছেন প্রচারনা ও গণসংযোগ।
এদিকে,উপজেলার নির্বাচনকে কেন্দ্র চেয়ারম্যান পদে প্রচার চালাচ্ছেন জাতীয় পার্টির নেতা সাবেক ফুটবলার মো. রকিব আহমেদ, মো. গাজীউর রহমান সাজু, সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ভাতিজা জেলা স্বেচ্ছাসেকলীগ নেতা সানিউল হক শুভ।
সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাট বাজারে ও চায়ের স্টলে প্রার্থীর সমর্থকদের মধ্যে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে চলছে আলোচনা ও তর্ক-বিতর্ক।
এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায়, সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান।
শেষ পর্যন্ত তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচন। কে জিতে সেটাই দেখার অপেক্ষায় উপজেলাবাসী।