বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
১৭ এপ্রিল (বুধবার) দুপুরে বাহুবল উপজেলা প্রশাসন আয়োজিত কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বাবুল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার আবূল হোসেন, ডেপুটি কমান্ডার নুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনাইদ, ডিএনআই সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী আকবর, যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ প্রমুখ।