নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবার নির্দেশনায় চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানাধীন ৫নং শানখলা ইউপি এর অন্তর্গত শাকির মোহাম্মদপুর মধ্য বাজারস্থ মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোর নামক দোকানের গোডাউন হতে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারী চাউল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
১৫ এপ্রিল সোমবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় পাটের তৈরি সেলাই করা ২৯ বস্তা ( “শেষ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” সম্বলিত লেখা) খাদ্য বান্ধব কর্মসূচির চাউল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোর নামক দোকানের মালিক মোঃ জুয়েল মিয়া @ জাবেদ(২৬), পিতা-মোঃ লাল মিয়া, সাং-পাইকুড়া, থানা- চুনারুঘাট, কে আটক করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উক্ত ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আসামিকে হবিগঞ্জে আদালতে সোপর্দ করা হয়েছে।