আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বদলপুরের পাহাড়পুর বাজারের রামলাল দাস (৫০) নামে এক মুদীদোকান থেকে অর্ধ-লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চিনি সহ মুদীদোকানীকে আটক করেছে পুলিশ। একই সাথে আটককৃত চিনির সরবরাহকারী মোঃ ইমান আলীকে আটক করা হয়।
মুদীদোকানী সুনামগঞ্জের শাল্লার প্রতাপপুর গ্রামের বাসিন্দা কেতকী চন্দ্র দাসের পুত্র।
অপরদিকে সরবরাহকারী বানিয়াংয়ের মিয়াখানির বাসিন্দা মোঃ সুলীন আলী খাঁনের পুত্র। আটককৃদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজমিরীগঞ্জের বদলপুরের পাহাড়পুর বাজারে অধিক মুনাফা অর্জনের লক্ষে দীর্ঘদিন ধরে চোরাইপথে ভারতীয় চিনি এনে বাজারজাত করে আসছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা।
এরই ধারাবাহিকতায়,আজ সোমবার সরবরাহকারী বানিয়াংয়ের মিয়াখানির বাসিন্দা মোঃ সুলীন আলী খাঁনের পুত্র ইমান আলী টমটমভর্তি করে পাহাড়পুর বাজারে ২৬ বস্তা ভারতীয় চিনি নিয়ে আসে। পর ওই চিনি সুনামগঞ্জের শাল্লার প্রতাপপুর গ্রামের বাসিন্দা কেতকী চন্দ্র দাসের পুত্র ও বাজারের মুদীদোকানদার রামলাল দাসের দোকানে উঠায়।
এদিকে গোপনসূত্রে খবর পেয়ে, দুপুর অনুমানিক দেড়টায় থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্হলে উপস্থিত হয়।
পরে ব্যবসায়ী রামলাল দাস ও সরবরাহকারী ইমান আলীর স্বীকারোক্তির ভিত্তিতে ২৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করে চিনি সহ জড়িত ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে এসআই জয়ন্ত তালুকদার বাদি হয়ে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বস্তা চিনি অর্থাৎ ৫০ কেজি হিসেবে এক বস্তা মূল্য ৬ হাজার টাকা হিসেবে ২৬ বস্তা বা ১৩’শ কেজি চিনির মূল্য ১ লক্ষ ৫৬ হাজার টাকা।