আকিকুর রহমান রুমন:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ২পদে ১৫জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করার বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কমিশন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৩জন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রার্থীসহ মোট ২পদে ১৫জন প্রার্থী আজ ১৫ এপ্রিল(সোমবার)মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তাদের মনোনয়ন দাখিল করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
চেয়ারম্যান পদে প্রার্থীগন হলেন,বীর মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাস্টার,আবুল কাশেম চৌধুরী,ইকবাল হুসেন খান।
পুরুষ ভাইস চেয়ারম্যানগন হলেন,ফারুক আমীন,প্রিয়তোষ রঞ্জন দেব,এসএম সুরুজ আলী,কৃঞ্চ দেব,আশরাফ হুসেন খান সুমন,আসিক মিয়া,তাফাজ্জুল হক,সৈয়দ নাছিরুল ইসলাম,তাছলিম আলম মাহাদী।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগন হলেন,সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি,মুক্তা রানী দাস রিয়া ও শিউলী রানী দাস।
তবে আজ মনোনয়ন দাখিলের শেষ দিনে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার মনোনয়ন দাখিল করেননি বলে নির্বাচন কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
এসব প্রার্থীদের ২৩ এপ্রিল প্রতিক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ৮মে অনুষ্ঠিত হবে যাচ্ছে বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন।