শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নিজগাঁও গ্রামের মাদ্রাসাছাত্র কাজী আবিদুর রহমান মাহিন হত্যার প্রধান আসামি মোজাহিদকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোবারক হোসেন ভূইয়া।
তিনি বলেন, ঘটনার দিন রাতেই উপজেলার নিজগাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
অন্য আসামীদের কে ও গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।
গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে রেলওয়ে দিঘিরপাড়ে মাদ্রাসা ছাত্র কাজী মাহিনকে পিটিয়ে হত্যা করা হয়। মাহিন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে।
এঘটনায় ওইদিন রাতেই নিহতের বড় ভাই কাজী হাবিবুর রহমান শরিফ বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অন্যান্য আসামীরা হলো, জুনাইদ মিয়া ও অলি মিয়া।
স্থানীয়রা জানায়, নিজগাও গ্রামের জুনায়েদ মিয়া (১৯) ও কাজী মাহিন একই সঙ্গে চলাফেরা করত।
ঘটনার দিন সন্ধ্যায় কাজী মাহিনকে বাসা থেকে ডেকে নিয়ে যায় জুনায়েদ মিয়া। দিঘিরপাড়ে নিয়ে গেলে সেখানে একই গ্রামের মৃত আলী আহমেদ অলি মিয়ার পুত্র মোজাহিদ (১৬) মিলে কাজী মাহিনকে এলোপাতারি মারধর করে। এসময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, মোজাহিদ ও জুনায়েদ নামে দুই যুবক মাহিনকে ডেকে নিয়ে হত্যা করেছে। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
কাজী মাহিনের মা রোকেয়া বেগম বলেন, কয়েকদিন আগে মাহিনের সঙ্গে মোজাহিদ ও জুনায়েদের ঝগড়া হয়। এজন্য মাহিন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। সেই ক্ষোভে দুজন ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে।