বাহুবল প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দূপূর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ( হবিগঞ্জ ১) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ডাক্তার বাবূল কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনাইদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের যূগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মাষ্টার মখলিছূর রহমান, এম রশিদ আহমেদ, স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হারুনূর রশিদ প্রমূখ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একটি র্যালী বাহুবল সদর প্রদক্ষিণ করে।