বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান দি মেরিটস্ হোম স্কুলে এক বর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরানূল কবিরের সভাপতিত্বে ও উদ্যোক্তা সাজাদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগ সভাপতি ও পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা – সালেহ আহমেদ সাগর, বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এফ আর হারিছ, মোহিন আহমেদ, সাহাব উদ্দিন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিনোদন মুলক কর্মকান্ডে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন।