শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব অশোক মাধব রায়।
প্রধান অতিথি দেশ, জাতীর অগ্রগতি ও শায়েস্তাগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকার প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সহকারী কমিশনার নাহিদ ভূইয়া, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদ এর সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, ব্রাহ্মণডুরা ইউনিয়ন চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা , জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,প্রবীন আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান,আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক, পঞ্চাশ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নাসির উদ্দিন, ব্যকস সভাপতি আবুল কাশেম শিবলু, পৌর কাউন্সিলর আব্দুল জলিল,বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজাল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন কবির সৈকত, সমুজ আলী আহম্মেদ, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, ইসলামী ব্যাংক প্রধান কার্যালয় কর্মকর্তা শেখ মোঃ ওয়ালী উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ,বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দেব রায়, রেলওয়ে পুলিশ ফাড়ির আইসি শিব্বির আহমেদ, এডভোকেট আব্দুল আলিম, সাংবাদিক প্রভাষক জালাল উদ্দিন রুমী,আব্দুল হক রেনু, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন টিটু, শামীম চৌধুরী, মহিবুর রহমান,মোঃসফিক মিয়া, শাহ মোস্তফা কামাল, শামীম আহমেদ প্রমুখ।
বক্তারা শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব বলতে জনগনের প্রেসক্লাব, শায়েস্তাগঞ্জবাসীর সুখ দুঃখ, প্রত্যশা প্রাপ্তির স্মারক প্রেসক্লাবের ইতিবাচক সাংবাদিকতার প্রশংসা করেন।