মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছনাও গ্রামে একই রাতে দুই বাড়িতে চুরি সংগঠিত হয়েছে।
আলাপে জানাযায় গত ৫ এপ্রিল শুক্রবার দিবাগত রাত্রে উক্ত চোরির ঘটনাটি ঘটে। এব্যাপারে আলাপ কালে চুরি যাওয়া মালামালেল মালিক মোঃ মিন্টু মিয়া তালুকদার বলেন, প্রতিদিনের মত ইফতারের করে ঘরের দরজায় লক করে পাশের ঘরে যাই। প্রায় ঘন্টাখানেক পরে রাত ৮ টায় এসে দেখেতে পাই দরজা খোলা ও ঘরের মালামাল এলোমেলো। এসময় ঘর তল্লাশি করে দেখতে পাই আমার স্ত্রীর বিয়ের শাড়ি ও অন্যান্য মালামাল সহ বিয়ের নতুন টলি বেগটি ও নেই। তিনি বলেন তার ৪০ হাজার টাকার মূল্যের মালামাল চোরেরা চুরি করে নিয়ে গেছে। একই রাতে ওই গ্রামের শ্রী নরেশ মাঝির ঘরে সিং কেটে চোরেরা ঘরে প্রবেশ করে।
এ ব্যাপারে নরেশ মাঝির ছেলে সুমন মাঝি বলেন,রাত ৩টার সময় হঠাৎ ঘরে কিসের একটি শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান তার ঘরের দরজা খোলা।
এসময় তিনি দেখতে পান তার বিছানার পাশে থাকা ৩৫ হাজার টাকা মূল্যের মোবাইলটি নেই। তাছাড়া তার সুকেসের ডয়ারে থাকা নগত ৫ হাজার টাকাও চুরি করে নিয়ে গেছে চোরেরা। উক্ত চুরির ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে গ্রামে চোর আতঙ্ক বিরাজ করছে।