স্টাফ রিপোর্টার :
পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদিআরবে গিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং তাঁর সহধর্মিনী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার।
গত শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তঁারা সৌদিআরবের উদ্দেশ্যে যান। আগামী ১৬ এপ্রিল তাঁদের দেশে ফেরার কথা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি আবু জাহির বলেন, “পবিত্র ওমরাহ পালনের জন্য আমরা সৌদিআরবের উদ্দেশ্যে যাচ্ছি। মহান সষ্টিকর্তা যেন ইবাদত কবুল করেন এবং আমাদের ভাল রাখেন তার জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।”
“সময় স্বল্পতার কারণে যাওয়ার আগে সবার সাথে যোগাযোগ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”