চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, দলের মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক মেয়র কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ সহ সকল নেতাকর্মীর রোগমুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা বিএনপির উদ্যোগে অসহায় গরীব ও দুঃখী মানুষের মধ্যে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫এপ্রিল) সন্ধ্যায় ইফতার আগ মূহুর্তে চুনারুঘাট পৌর শহরের টুস্টার হোটেলের সামনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে চুনারুঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ বক্তব্যে বলেছেন, দেশনেত্রী বেগম খালেদাজিয়া রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়ে দীর্ঘদিন যাবত কারাগারে মৃতুর সাথে পাঞ্জা লড়ছেন।
এছাড়াও হাজার হাজার নেতাকর্মী কারাগারে আছে, তাদের পিতা মাতা ও সন্তানদের মৃত্যুর সময় কাছে থাকতে পারেনাই। ডান্ডাবেড়ি পায়ে নিয়ে জানাযায় শরীক হয়েছে রাষ্ট্রীয় জুলুমের কারণে।
এ জুলুমমের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করতেন এবং দেশনেত্রীকে রোগ মুক্তি দান করেন এ কামনাই করছি। পরে ২ শতাধিক অসহায় গরীবদের মাঝে ইফতার বিতরণ করেন নেতাকর্মীরা।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইনজিনিয়ার আবদুল করিম সরকার, রানিগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছালেহ মো: শফিক, সাধারণ সম্পাদক মো: নুরুল আমি, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন মামুন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব লুৎফর রহমান জালাল, যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, নাসির উদ্দীন, জামাল মিয়া, ফারুক মিয়া, পৌর যুবদলের আহবায়ক আব্দুল আউয়াল, সদস্য সচিব কামরুল হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক সাইফুল ছিদ্দিকি, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক কুতুব আলী মীর, যুবদল নেতা তারা মিয়া, বিএনপি নেতা মতিন সরদার, মাহারাজ সরকার, আসাদুজ্জামান শামীম, ছাত্রদল নেতা রুকন, মিলন মিয়া, তাতীদলের আহবায়ক মো: মানিক মিয়া সহ আরো অনেকই।