লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে আইএফআইসি ব্যাংকের বুল্লাবাজার উপশাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল)উপজেলার বুল্লাবাজারস্থ আমিন মার্কেট এ বিকেলে ব্যাংকের উপশাখায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ব্যাংকের উপশাখায় কর্মরত কর্মকর্তা,গ্রাহকবৃন্দ,বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যাংকের উপশাখার ইনচার্জ এহসানুল মাহবুব, আমিন মার্কেট এর সত্ত্বাধিকারী আলহাজ্ব সাজিদুর রহমান, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সুজন- সুশাসনের জন্য নাগরিক লাখাই উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান চৌধুরী সোনাই, সোহেল আহমেদ প্রমুখ।
দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জাকারিয়া।