মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ থেকে :
সমাজের অবহেলায় পরে রয়েছে আজমিরীগঞ্জের ৪নং কাকাইলচেও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সলরি গ্রামের বরিদাস সম্প্রদায়। অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, এমনকি অভাবের তারনায় ছোট ছোট শিশুরা লেখা পড়া থেকে হচ্ছে বঞ্চিত। ডিজিটাল যুগে ও মধ্যযুগের মতো মানবেতর জীবনযাপন করছে তাহারা।
সরেজমিনে এই পাড়ায় গিয়ে জানা যায়, অভাব অনটনের মধ্যে দিয়ে তাহাদে জীবন চলে। নিজস্ব কোন জায়গায় জমি নেই, নেই কোন সরকারি সহযোগিতা।
লক্ষি রানীদাস এর সঙ্গে আলোচনা করলে তিনি জানায়, আমরা অনেক কষ্টে অভাব অনটনের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি। আমাদের পুরুষদের কেউ কাজে নেয়, আবার কেউ হিংসা করে কাজে নেয়না তাহারা বলেন এরা রবিদাস এদের কাজ হচ্ছে জুতা সেলাই করা ওদের নেওয়া যাবে না। তাই ছোট ছোট শিশুদের ও অভাবের তারনায় স্কুলে পাটাতে পারি না পাটাতে হয় কাজে সারা দিন জুতা সেলাই করে যা আয় হয় তা দিয়ে কষ্ট করে জীবন যাপন করতে হয়।
আমাদের দেখার কেউ নেই।টি সিভির কার্ড বিধবার কার্ড, বয়ষ্ক ভাতা সহ সরকারি কোন সহযোগিতা ও কোন সয়ম পাইনা।
এই সম্প্রদায়ের সুকোমার রবিদাস বলেন আমাদের এখানে দুই এক জন বয়স্ক ভাতা বিধবা ভাতা পান আর কোন সুযোগ সুবিধা পায় না অনেকেই অন্যের জমিতে বাস করে সরকারি কোন আশ্রয়ন প্রকল্পে কোন ঘর পাই নাই যদি আমাদের দিত উপকার হত, অনেক অবহেলা করে আামাদের কাজে নেয় না।
এই নিয়ে ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম বাবুল এর সঙ্গে ফোনে আলোচনা করলে তিনি জানান, তাহারা এক সময় অবহেলিত ছিল এখন তেমন অবহেলিত নয়। তিন চার জনে ভাতা সুবিধা পায় আর বাকি কয়েক জনে ভাতা জন্য অনলাইন করা হয়েছে। আর আমি আরও ইউনিয়নের যত সব সুযোগ সুবিধা আছে তা দেওয়ার চেষ্টা করব।