এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মেধাবী স্কুল ছাত্র ক্যান্সার আক্রান্ত দ্বীপু মোদক (১৫)মারা গিয়েছে।
বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) সকাল ১১টায় ঢাকা মহাখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বীপু মোদক (১৫) মৃত্যু বরণ করেছে।
নিহত দ্বীপু মোদক(১৫) উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের লালচান বাগানের কদম টিলা লাইনের মৃত প্রদীপ মোদকের ছেলে।
সে স্থানীয় বঙ্গবন্ধু হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।বিগত দুই বছরের বেশি সময় ধরে সে ক্যান্সার আক্রান্ত হলে বেঁচে থাকার জীবন যুদ্ধে শেষমেষ আজ সকাল ১১টা মৃত্যু বরণ করে। রাত ৯টায় শেষকৃত্যের হবে বলে জানান তার পরিবার।