নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় সহস্রাধিক জনতা। এসময় লোডশেডিং চলছিল।
গতকাল বুধবার সন্ধা ৭টার দিকে অন্ধকারের মাঝেই প্রায় আধা ঘন্টা ব্যাপী অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শতশত যান বাহন আটকা পড়ে।
এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে বাহুবল থানার ওসি মশিউর রহমান ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের লোডশেডিং সমাধানের আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়। এর পর পরই বিদ্যুৎ চলে আসে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বিদ্যুতের আসা যাওয়া চলতে থাকে। কিন্তু পুটিজুরীতে গতকাল দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে।