সৈয়দ শাহান শাহ পীর :
শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং সুরাবই গ্রামের করমাহম্মদপুর মহল্লার মোহাম্মদ আমির উল্লাহ হাজী ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল বুধবার ইফতার বাদ বার্ধক্য জনিত কারণে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মৃত্যুকালে উনার বয়স ৯২ বছর হয়েছিলো।
জানা যায়, স্ত্রীসহ মোট ৭ জন ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে মোহাম্মদ ইনসান উল্লাহ হাজী কয়েক বছর পূর্বে অকালে মৃত্যুবরণ করেন।
বর্তমানে ৬ জন ছেলে-মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী রেখে মারা যান।
মরহুমের জানাজা বৃহস্পতিবার দুপর ২.৩০ মিনিটে উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মোহাম্মদ আমির উল্লাহ হাজী বিশিষ্ট মুরুব্বী জীবনদশায় উক্ত গ্রাম এলাকাসহ বিভিন্ন এলাকায় অত্যন্ত বিচক্ষণ,চুলছেরা বিশ্লেষণ,দূরদর্শিতা রেখে পুঙ্খানুপুঙ্খভাবে গ্রাম্য সালিশি বৈঠকের বিচার গুরুত্ব সহকারে সত্য,ন্যায়,নিষ্ঠা এবং স্বতন্ত্রভাবে সচেষ্ট হয়ে সচেতনতা আর সুকৌশলের সহিত বিচারকার্য সমাধান করে সুনাম অর্জন করেন।
তিনি গ্রাম এলাকার একজন সন্মানিত, মর্যাদাসম্পন্ন,ধর্মের দিক দিয়ে আমলদার ব্যক্তি,সমাজসেবক,সমাজসচেতন এবং রাজনৈতিকভাবে যার অবদান ছিলো উন্নয়ন মূলক।
এদিকে এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আব্দুর রকিব এবং সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।