আলী জাবেদ মান্না,নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে জেলার নবীগঞ্জে বাবলু মিয়া হত্যাকান্ডের দায়েরকৃত মামলার প্রধান আসামী আকবর আলী (৩৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের আম্বর আলীর পুত্র।
গ্রেফতারকৃত অপর আসামী হলেন তার স্ত্রী সাবিনা বেগম(৩০)। গত মঙ্গলবার ভোর রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুক আলীর নেতৃত্বে এসআই মামুনুর রশীদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতােয়ালী মডেল থানার ঘাসিটুলা বেতের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে হবিগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য,গত ৫ মার্চ হরিনগর গ্রামের ভিকটিম বাবলু মিয়া ও আকবর আলীর স্ত্রী সাবিনা বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আকবর আলী বাঁশের মুগুর দিয় পিছন থেকে বাবলু মিয়ার মাথায় একাধিক আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় বাবলুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নবীগঞ্জ থানায় হত্যা মামলা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীরা হত্যাকান্ডের দায় স্বীকার করে মাননীয় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।