দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে গণহত্যা দিবস পালিত হয়েছে।
সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠানের শুরুতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন বধ্যভূমি পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাহিদ ভূঁইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – শায়েস্তাগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া , জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান,জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার।
এছাড়াও আরও বক্তব্য রাখেন – অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন,মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা সুনীল দেব, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী মাহতাব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।